তাফসীরে মাসুমীতে আহলে বাইত সম্পর্কিত তথ্য
তাফসীরে মাছুমী হযরতুল আল্লামা শাহ সূফী দরবেশ আলী আকবর চিশতী সাবেরী নকশেবন্দী মুজাদ্দেদী আল কাদরী আঁকা ফয়েজে আল মাছুমী রহ. পৃঃ 13 হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই এলমে লাদুন্নী বা গুপ্ত এলেম তার কতিপয় সাহাবীদেরকেও দান করেছেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী (রা.) কে এই জ্ঞান দান করেছেন। হযরত আলী (রা) সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন... ”আমি প্রজ্ঞার (যাবতীয় এলেম) শহর এবং আলী হলো তহার দরজা। (তিরমিজী কিতাবুল মানাকিব)।” ইন্তেকালের পূর্বে গুপ্ত জগতের গুরুভার হযরত আলী (রা.) এর উপর অর্পন করে যান। গাদীরে খুমে হুজুর সাঃ আলী রা. কে দায়িত্ব দিয়েছিলেন, সেটিই বেলায়েতের খেলাফত। এখানেই শীয়া সুন্নী দ্বন্দ লেগে যায়। শিয়ারা বলে হযরত আলী (রা) কে দেশের খলীফা নির্বাচন করে গেছেন। কিন্তু আলীতো এলমে লাদুন্নীর দরজা। আলী রা. বিনে মারেফত হাসিল হবেনা। হযরত আলী রা. দেশের খলিফা হবেনই কিন্তু গাদিরে খুমের খেলাফত বেলায়াত রাজ্যের খেলাফত।কিন্তু শিয়ারা তা মানেনা, বিধায় শিয়াদের মধ্যে আধ্যাতিকতা বলতে কিছুই নেই। তাদের মধ্যে তরিকার কোন প্রচলন নেই।